বাঁধন খুলে দিলে হয়ে যাব আগ্নেয়াস্ত্র, আমাকে
কি করে সইবে প্রেমিকা!তুমি তো গোলাপ ভালবাস
কাছে টেনে নিলে পুড়ে যাবে গোলাপ বাগান
কি করে সইবে তুমি,কি করে রুখবে বারুদের ঘ্রাণ।
কি করে চুমু খাবে আমায়! পুড়ে যাবে, পুড়ে যাবে।


আমি দাফনের জায়গা কিনি নাই, কিনব কি করে?
যে হারে নগরে কবরের দাম বেড়েছে!
আমি গরিব, ক্ষুধার্ত,রাক্ষস;আমি নিরেট শ্রমিক এবং ওরা আমাকে পুড়িয়ে মেরেছে।পকেট নাই, টাকা নাই অথচ রাষ্ট্রের কাছে আমার একটা ভ্যালু আছে। আছে মাথাপিছু আয়ের হিসেব, এই সব গাঁজাখুরি হিসেব মানিনা বলে ছলে বলে রাষ্ট্র আমাকে
দেশদ্রোহীর তাবিজ গলায় ঝুলিয়ে দিয়েছে।

প্রেমিকা-তোমার আছে কোমল জল, বৃষ্টি বরণ
আছে বিষণ্ন বিকেল, মন খারাপ,শালিক পুকুর শিশিরের ভোর। আমার আছে মৃত্যু পাখি, আহত বিস্ফোরণ। রাজপথের শ্লোগান-
"গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও শোষকের হাত "
জেল-জরিমানা, কণ্ঠ কেঁড়ে নেয়ার আশংকা
এসব আমার আপন, আমার আপন সহোদর।

তোমার হাসিতে মৃগ নাভির সুবাস ভাসে
তোমার হাসিতে রাতও নেচে উঠে উল্লাসে।
আমার হাসিতে সিংহের গর্জন লুকিয়ে আছে
নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত করে দিতে পারে
তোমার বর্তমান, ভবিষ্যত; তোমার চলার পথ।

সরে যাও, দূরে যাও। তফাত যাও হে প্রেমিকা!
এ বুকে প্রেম থাকে না,,
এ বুকে বারুদ পোষা আছে পুড়ে যাবে, পুড়ে যাবে।