নীরবে পুড়ে যাও চাঁদ
নীরবে পোড় গ্রহ
নিরবে পুড়েছে অনেকেই!
প্রেম নাকি বিদ্রোহ?
হাতের উপর হাত রেখেছো
চোখের উপর চোখ
জলের ভেতর রাতের ছায়া
আছড়ে পড়ে শোক।
প্রেমের ভেতর সাপ খেলে যায়
চোখের কোনে মৃত্যু
পুড়ছে এ দেশ পুড়ছে ও দেশে
পুড়ছে জলের বিন্দু।
ঠোঁটের কোনে চিৎকার পুষি
ঠোঁটের কোনে মশাল
ঠোঁটের কোনে বাড়ির উঠান
রক্ত সুরতহাল।
নীরবে পুড়ে যাও চাঁদ
নীরবে পুড়ে যাও প্রেম
নীরবে পোড় দীর্ঘশ্বাস
হিমায়িত ছবির ফ্রেম।