যে মানুষটি শীমের বীজের মতো গলে যায়
ক্ষুধার নীল বেদনায়।
তার কাছে গোলাপ প্রেমের নিদর্শন নয়,হতে পারে
তীব্র উপোস দুপুরে গোলাপ হয়ে যায় সুবাসিত খাদ্য,
ভাত যখন জমে থাকে উপর তালার ঘরে।
প্রেম তার কাছে সার্কাসের মতো মনে হয়।
যেভাবে চাঁদ আকাশে ভেসে বেড়ায় মেঘের ভাঁজে।
চাঁদ ছোঁয়া যায়না,উদরপূর্তি পেটে চাঁদের পূজো হয়
তাতে প্রেমে ডুবে যায়, খুলে যায় প্রেমিক কিংবা প্রেমিকার মন শীতলতার লাজে।
আহা! তারা সাজে ঠোঁটের কোলাজে।
আহা! প্রেম সাপের মতো ঢুকে যায় দেহে,
ঘাপটি মেরে বসে থাকে হাড়ে, রক্তে মাংসে।
ক্ষুধার্ত শরীরে
প্রেম কেমন নতজানু হয়ে পালিয়ে যায়
অথবা তাকে চিবিয়ে খায়
ক্ষুধার পালিত দৈত্য, নির্মমতায়।