এখানে জেগে থাকে চাঁদ নাগরিক কোলাহলে
বুকের মলাট খুলে এগিয়ে যায় শব্দের সহস্র মিছিল
ধীর পায়ে, প্রভাত ফেরির মৌন বেদনায় কুলুপে আটা থাকে মুখ - নিশ্চুপ স্যাঁতসেঁতে দেয়ালে।
তারপর নেমে আসে রাত,আর্তনাদ সামুদ্রের নীল জলে।
এখানে কবুতর উড়ে গেলে আরেকটা কবিতা লেখা হয়, এখানে আত্মহত্যা গোপনে বৈধ হয়।
এখানে বিকেল হলে ঝুপঝাপ নেমে পড়ে বেদনা চায়ের কাপে উষ্ণ চুমুকে।
এখানে প্রেমিকার খুলা চুলে বৃষ্টি নামে বিষন্ন মনে।
এখানে অজস্র মানুষের ভীড়ে কেউ কেউ হারিয়ে যেতে পারে অভিমানে।