এক ঝাঁক শালিকের ভীড়ে জেগে থাকা একলা কাক...!
শালিক পুষে মানুষ ..আদরে,
প্রেমিকাকে শালিকের উত্তরসূরী বানায় প্রেমিক,
যদিও শালিক উড়তে জানে, উড়ে যায় দূরে।
কাক তবুও থাকে, রাস্তাঘাটে..
অলিতে-গলিতে, শশ্মাণ কিংবা কবরে।
এক ঝাঁক শালিকের ভীড়ে একা কালো কাক..!
উড়ে যায়, যাক উড়ে যাক।
প্রাচীর ভাঙা উর্ধ্বশ্বাসে ডানা ঝাপটিয়ে
বেঁচে আছে, বেঁচে থাক।
একা কালো কাক।