দু'দিনের জন্য এসে;
নিভৃত মর্মদেশ মাঝে
প্রেম আবেশে জড়িয়ে,
হারিয়ে গেলে নিমিষে
হৃদ আকাশের মাঝে
একরাশ মেঘ ছড়িয়ে।
ভাবনায় কিনাঙ্ক জমে
প্রেমান্ধ মনের সীমানায়
স্মৃতির জানালায় তবুও
কত যে খুঁজি তোমায়!
ব্যথাতুর হৃদয় পাতায়
বেদনার নীল রঙ মেখে
তোমার অপেক্ষায় নিরত
পথ পানে আছি চেয়ে।
কাজিপুর, ৩০ আগস্ট ২০০৮খ্রি.