রাত যতো বাড়তে থাকে মাথার ভিতর যন্ত্রনাটাও বাড়তে থাকে
রক্তিম চোখে থাকেনা ক্লান্তির রেশ, পালিয়ে বেড়ায় ঘুম
প্যাকেটের শেষ সিগারেটটা পুড়ে পুড়ে ছাই
তবে ঘুমাতে হবে অন্তত এই প্যাড়াটা নাই
জীবন যেমনটা শুরু হয় রোজ সকালে
রাত যতো বাড়তে থাকে বুকের ভিতর যন্ত্রনাটা বাড়তে থাকে
কোন কিছু না পাবার অথবা হারাবার নয়
মাঝেমধ্যে ইচ্ছে হয় পূর্ণিমারাতে পাহাড়ের উপর দাঁড়িয়ে চাঁদটাকে ধরতে
কিংবা মেঘের ভেলায় ভাসতে
কতোকাল সূর্য উঠা হয়নি দেখা, বৃষ্টিভেজা সেটা আর না বলা
চারপাশে এতো কোলাহল, দিনশেষে তুমি কতো একা
যান্ত্রিক জীবনের যন্ত্রনা ভুলাতে নিজেকে দেই মিথ্যে শান্তনা
গভীর রাতে ছুয়ে দিতে ইচ্ছে করে, ভয় হয় যদি ভেংগে যায় তোমার ঘুম
মনের ভিতর হাজারো ইচ্ছেগুলো ইচ্ছেমত স্বপ্ন বুনতে রয়।
ইচ্ছেগুলো ইচ্ছেমতন