যেভাবে রেনসাঁ আসে, এসেছে, আসছে
ওরা যখন 'রাজনীতি'র মঞ্চে দাঁড়িয়ে 'রাজনীতি' করছে
আমি তখন
বসে বসে গাছ দেখছি
আমাকে ভাব-বিলাসী মনে হতেই পারে
যদিও জানি না গাছটির নাম
তবুও দেখছি
ক্রমশঃ পাতা ঝরে যাচ্ছে
শুনতে পাচ্ছি সবুজপাতা ঝরে পড়ার আর্তনাদ
মাঝে মাঝেই বুক কাঁপছে,
ইচ্ছেও করছে-
শুরু করি 'আন্দোলনালোড়ন'
এত মৃত্যুতে কেই বা শান্ত থাকতে পারে
সময় বাঁশি বাজানোর না
অথচ তথাপি
আমি বসে আছি দ্রষ্টার মতো, ক্রমশঃ কিশলয় ফুটছে
আমি কাজ করছি, কাজ তারাও করছে@মণি জুয়েল