প্রত্যেকে চাঁদের পেছনে সূর্য পুড়তে থাকে

পূর্বদিকে চাঁদ উঠেছে, আমি তখন পথে হাঁটছিলাম
পূর্বদিকে
চাঁদটিও আমার সাথে
তার নাগাল পেতে পারবো না এ ভেবে
বাইক-টা ছোটাতে লাগলাম

যতোই যাচ্ছি
সে ততোই সরে যাচ্ছে


এভাবেই রাতও এখন মাঝখানে চলে এসেছে


আকাশ মেঘে ঢেকেছে
তবু তাকাচ্ছি

থেকে থেকে বেরিয়ে এলাম
বাইক-টা তখনো কিট কিট করে যাচ্ছে
এভাবে ভোর এসে যাবে-
পূর্বদিকে
কেউ জানবে না, আমি সারারাত আলো খুঁজছিলাম

যে আলোয় তখন ওরা আলোকিত@ মণি জুয়েল