ওরা বলে- আমি না-কি পথের বিপরীতে হাঁটি
ওরা বলে...
ওরা বলে আমি নাকি...
স্রোতের উল্টোদিকে সাঁতার কাটি!
আমি তাই মাঝে মাঝে যাই

কিন্তু নদী কোথায়
যা দেখি বালু-চর দেখি


উঠে যেতে চাই হন্যে পথ খুঁজে বেড়াই


তখন শুধু অরণ্য' দেখি
কিন্তু পথ কোথায়!

হাঁটতেই থাকি...হেঁটেই যাই..
পৌঁছুতে চাই সভ্যতা'র কাছাকাছি
দেখতে পাই- জোনাকি,
ওরা জ্বলে।
ক্রমশ ভেসে আসে 'সভ্যতা'র গন্ধ, আমি হাঁটি

কৃত্রিম আলোর সভ্যতায় তখন ভীষণ রাত@মণি জুয়েল