হে মানুষ ফিরে এসো
- মণি জুয়েল Moni Jewel
যা হবার হয়ে গেছে ফিরে এসো ফিরে এসো
আদিমতায়
ডুবে যাও, মিশে গিয়ে
একাকার হই।কৃ-যা ন্ত্রি ক তা ভুলে
আন্তরিক হই, স্বর্গীয়_নিসর্গে।
মুক্ত হোক দ্যু নীল নীলিমায়
ভিজে গিয়ে, নির্মল-প্রশ্বাসে
চলো, ভাসি, জল-তরঙ্গে!
নৌকা, যাক-না দুলে ভেসে
শ্রুত' হোক স্রোতের সমাহার
আন্তরিক হই, স্বর্গীয়_নিসর্গে।
অতঃপর নামো হাঁটো প্রবেশ করো
ওই যে সুবাসি তৃণভূমি-
অকৃত্রিমতায়-
অন্তঃদ্বার খুলে রেখেছে আসার। ফিরে এসো।
×××২৬.০৩.২০২০- ধুলিয়ান-০৮:৩৩PM×××
#প্রকৃতি_ডাকছে
। আদিমতায়= প্রকৃতির কাছে, আত্মার কাছাকাছি, শুদ্ধতায়।
। কৃ-যা ন্ত্রি ক তা = কৃত্রিমতা-যান্ত্রিকতা, কৃত যান্ত্রিকতা।
। নির্মল- প্রশ্বাসে = দুষণহীন গ্রহণযোগ্য বাতাস।
। শ্রুত = শোনা এবং পরিশ্রুত দুই অর্থই।
#বিষ(Covid১৯)মুক্ত পৃথিবীর কামনায়।