এ তুমি বুঝতে পারছো কি না, তা আমি জানি না
তবে বুঝবে।
দ্বার, দরাজ তোমার।
সুতরাং, তুমি টের পাবে, সহজেই
হাওয়া কোনদিকে।
পোতাশ্রয় এখন নিশ্চয়ই...?
যাইহোক... এসো জানালা খুলে দাও
ভেজা নীল-চাঁদ, ভাসছে...
ভিজে যাচ্ছে, সব,
জোছনায়; হারিয়েছে নদীও খেই!
কিন্তু বিদ্যুতের খুঁটিটা?
খাড়া নির্জনে
ভিজে যাচ্ছে; চোয়ানো আলোয়, জ্বলছে সীমানা
আচ্ছা তুমি তালু দিয়ে আলো নেভাতে পারো?@মণি জুয়েল