না না খুব বেশিদূর দেখাতে যাবো না, এখন
গাঢ় বিশৃঙ্খলে
কোত্থাও শৃঙ্খলই নেই
চল, ওই পুকুরপাড়ে গিয়েই বসি।
বেশি পারবেও-না যেতে
পশ্চিমপাড়ের
ওরা;জাল ফেলেছে
পূর্বে, জানালায় বসে আমি দেখছি
ছট-ফট করে যাচ্ছে...
সংকট, প্রাণের।
তুমি ওই বিবাদ' জানতে-
যে বিবাদে মাছ শব হয়ে ভাসছে,
বাকিদের নিস্তার নেই,
প্রাণবন্দী জালে?
জেনো, ওসব ইতিহাসই জানার সময় এখন
দেখতে পাচ্ছো, যাবে, দেখবে???@মণি জুয়েল