আমার চাষাবাদ, আমার মাঝরাত
  - মণি জুয়েল Moni Jewel

ঘাস ভিজে গেছে, আমি নামছি নিম্নদেশে-
কৃষি ভূমিতে।
খুউব কাঁপুনি পাচ্ছে।
কিছু উপরে ওই... উঁচু ঢিপিগুলো
বেশ দেখাচ্ছে।থরথর.. কাঁপছি...,
দেখছি.. আর ঘুরপথে নামছি
আমায় নামতে হবে জমিতে!
                             ↓


প্রাণ পাবে বীজরা ওখানেই
                             ↓


আহা..জীবনের ঠাই ও প্রান্ত!
ভাব তো কিভাবে ভিজে গেছি-
কখন!! বীজ পোতা হয়ে গেছে-
ভালবেসে।ঘামে নেয়ে' দিনগেলো
তবুও কি ঘুম পাচ্ছে!
এখন মাঝরাতে-
জেগে আছে মিনার, বাঁকা চাঁদ, আকাশে!

×××২৬.১২.১৯-Dhuliyan-১১:৪৫PM×××

#সাফল্য২