দুই একে অন্যে মিশে যাওয়ার পরেও মেশে না
বইতেই থাকে
নিজের নিজের পথে
তুমি  জানো-না এই সাগরের স্রোত?
এসো, তাহলে জেনে নিই।

মেঘ জমেছে
বিদ্যুৎ খেলে যাচ্ছে



বৃষ্টি ঝরে পড়ুক, বহিঃপ্রকাশ হউক



বিদ্যুৎ খেলে যাচ্ছে
মাটি কাঁপছে

এসো, এখনই ভিজে নিই।
তুমি কি জানো-না, জীবনের_স্রোত
বয়ে যায় নিবিড় পথে
বইতেই থাকে-
কাদা-মাটির জমিতে। তুমি জলের টের পাও না?

আহ্ সাগর থেকে এখন মাটিতে চলে এসেছি!@মণি জুয়েল