আমরা কবিতা পড়ি আনন্দ পাবার জন্য, কিন্তু লিখি একইসাথে আনন্দ পাবার এবং দেবার জন্য।
তাই, কবিদের বলি, লিখুন মন দিয়ে, আরো একটু যত্ন করে - যাতে কবিতার আনন্দ-ভাললাগা খুব সহজেই মিশে যায় পাঠকের হৃদয়ে ও রক্তে।
আর পাঠক, মন দিয়ে কবিতা পাঠ করুন, হৃদয় দিয়ে উপভোগ করুন আর আরো একটু যত্ন করে মন্তব্য করুন - যাতে কবি বুঝতে পারে তার লেখার অবস্থান এবং কাটিয়ে উঠতে পারে ব্যার্থতা, সীমাবদ্ধতা এবং দিতে পারে আরো অনুপম ভাললাগার অনুভূতিময় কবিতা।
কবি, কবিতাকে করো আরো প্রশ্ন
পাঠক, কবিকে করো আর প্রসন্ন :
আরো একটু যত্ন দিতে পারে রত্ন।
হ্যা! আপনি কি বলেন?