যদি আমায় কখনাে ভালবাসতে পারাে,
তবে আমায় খুঁজে পাবে।
কোনো একদিন প্রেমিক হয়ে,
এসে দাঁড়াবাে তােমার দুয়ারে।
যদি আমায় কখনাে দেখতে ইচ্ছে করে,
তবে চলে এসাে সমুদ্র-সৈকতে;
আমি ঢেউ হয়ে ছুঁয়ে যাবাে তােমার চরণে।
যদি কলাহল ভালাে না লাগে,
তবে চলে এসাে অরণ্যে;
আমি বৃক্ষ হয়ে দারিয়ে রবাে,
তােমার পাশে নীরবে।
যদি দুঃখ-কে ভালাে আর না লাগে,
তবে আমায় বলো;
আমি দুঃখকে তােমার পায়ের মল করে দিব,
যা সুখ হয়ে তােমার পথ-চলায় ছন্দ মেলাবে।
তােমার সকল অনুভূতি জুড়ে আমায় খুঁজে পেতে, যদি মনেতে একটু জায়গা দিতে।
তােমার দরজায় আমি দাঁড়িয়েছিলাম
সাত রাঙা ফুল হাতে,
তুমি আমায় চিনতে পারোনি, হয়তো
পারবে-ও না, কখনো চিনতে চাওনি বলে।
যদি আমায় কখনো খুঁজে না পাও,
তবে আমার এই কবিতা খানি রেখে গেলাম
তােমার জন্যে,
আমি অপেক্ষায় রবাে তােমার কণ্ঠে
ধ্বনিত হবো বলে ।