হে সুন্দর,
তুমি তােমার রাঙা আলােয়,
আলােকিত করেছে ভুবন;
তােমার সৌন্দর্যে মুগ্ধ আমি,
মুগ্ধ আমার মন।
তােমার ঢেউ খেলানো কেশে,
ভেসে বেড়ায়, পদ্মরাজের মেলা;
তােমার রম্য চোখে চেয়ে দেখি,
ধরিত্রীর সকল ভালােবাসা।
তােমার সুশ্রী মুখের গড়নে,
উক্তি বলার ধরণে, আঁকা-বাঁকা চলনে;
মনে পরে যায় একটাই কথা,
যতই দেখি, শেষ হবে না'কো,
আমার-এ দেখা।।