কথা কহিবার কালে নাহি পরে মনে;
উহা ভাসিয়া উঠে বিদায় লগনে।
কেমনে তোমারে কহিব বুঝাইয়ে,
মন নাহি রহে মনে;
সে যে বিহঙ্গ হইয়া ঘুরিবার চায়,
মনের গহীন বনে ।
ঘুমাইবার কালে তােমারে লইয়া
ভাবিতে লাগে ভালাে,
ভাবিতে ভাবিতে ঘুমবাবু মাের,
হারাইয়া কোথায় গেল !
কত নিশি কত নিদ্রা করিলাম জাগিয়া পার,
আঁখির কোণে কেনো জমিয়াছে কালিমা,
আজি তাহা, কহিবো তােমার দার ।
কখনও কি মােরে দিয়াছাে তুমি,
তােমার অশ্রুত মন?
ভুলেও কি তুমি করিতে পারিয়াছাে,
আমারে আপনজন?
এলােমেলাে ভাবনা গুলাে,
নিশির নিদ্রা কাড়িয়া লইল,
রাত্রি ফুরাইয়া, প্রভাত হইল,
পূর্ব গগণে রবি উঠিল,
বিস্ময়কর প্রশ্ন গুলির,
উত্তর নাহি তখনও মিলিল!