হে বন্ধু, তুমি যে বদলে গেছাে;
বিশ্বাস না হয়, নিজের দিকে চেয়ে দেখাে;
তুমি যে বদলে গেছে।
যে দিন থেকে দেখেছি তােমায়,
শুনেছি তােমার কথা;
বুঝতে পেরেছি স্মৃতি-ই তােমার
সারা জীবনের ব্যথা।
যে দিন থেকে তুমি আমায়,
করলে তােমার সাথী;
সেদিন থেকে আমার দুঃখ-ও
তােমার কাছেই রাখি।
একটা সময় ছিল, যখন তােমার হাসির
আড়ালে থাকতাে, দুঃখে ভরা মন;
আজ তুমি বড় বদলে গেছাে,
দুঃখ ভুলে হাসছো সারাক্ষণ।
যে দিন দুঃখ তােমায় ঘিরে ধরেছিল,
সুখ গুলাে সব বিদায় দিয়েছিল;
সেদিন আমি চুপটি করে,
থেকেছিলাম তােমার পাশে;
বুঝতে পারিনা আজ কেন তবে,
আমার নয়নে হিংসার ছবি ভাসে।
আমায় তুমি ভুল বুঝাে না, পারলে ক্ষমা কর;
বন্ধু হয়ে রইবাে পাশে, হাতটা যদি ধরাে।