ধান গেছে বানে সন্তান ভাসে,
ঘর হলো পর ভেঙে।
যা ছিলো সকলই ভেসে গেলো,
আজ শূন্যতার দানে।
সব গেলো যার আর কিছু নাই,
কি হবে বেঁচে বলো।
সব শেষ করে সকলে আমরা,
মরে যায় আজই চলো।
কেউ বলবে মরে যাওয়া কি মুক্তি,
এ কেমন কথা হলো?
এটাই কথা বেচে বেচে মরে গেছি,
নাক ছিটকায় কত জন,
দূর দিয়ে যায় কোন দিক ফিরে,
ছি ছি করে জনে জন।
অতএব মরে যাওয়া কতো ভালো,
এসব কিছুই গেলো,
বেচে থাকুক ওরা
বেচে থাকতেই জম্মেছে ভবে যারা।