কি কারণে এতো অকারণে ভয়,
জয়কে করে নিঃস্ব।
যে বয়সে মোরা জয় করিবো,
তাকিয়ে থাকে বিশ্ব।
ভেঙে পুরাতন কেল্লা সকল,
নয়া ইমারাত গড়ি।
কিছুই দেখিনা তার তরে শুধু,
বৃথা কল্পনা করি।
কাজে হাত দিয়ে দেখিনি কভু,
পারি কিনা একবার।
গড়ার আগে ভেঙে ফেলি সব,
ভয় পেয়ে বারবার।
শত শক্তির ভান্ডার দেহে,
খুজে বের করি কবে।
সাহস করিনা পারবো সবই,
কত অবদান রবে।
নবম উদ্যাম ভিতরে রেখে সব,
জড়তায় ভেসে ভেসে।
যুব সমাজের শক্তিতে আজ,
কমাতেই চলে গেছে।