আমার যখন ইচ্ছে করে
চোখ ভাসিয়ে বুক ভাসিয়ে,
যত্ন করে কাঁদি।
যখন শোনার কেউ থাকে না,
শেষ প্রয়োজন মন রাখে না,
যখন প্রেমে বাধি।
তার তরে নয় নিজের ভুলে,
শান্ত হতে মন খুলে তাই কাঁদি।
কান্না হলে দুঃখ গুলো,
খুব নিরবে পালিয়ে গিয়ে,
অসহ্য সব যন্ত্রনাদের,
শান্ত রাখে বাধি।
মন চাই এমন মাঝে মাঝে,
ইচ্ছে করেই কাঁদি।