একটি কষ্ট যখন বুকের পাঁজর,
খুবলে খেয়ে যায়।
আত্ন বিশ্বাসে জং ধরায়।
সেখানে আর কি লিখতে পারি।
অযথায় অকারণে চাওয়া সবই।
যেমন আছে তেমনই থাকা।
রোগ শোক বেঁচে থাকা যেমনটা আছে
ঠিক তেমন টা নিয়ে বেঁচে থাকা।
এরপরও কি বেঁচে থাকি?
না এর পরও কখনো কখনো
অসহ্য যন্ত্রনা টেনে নিয়ে যায় অশান্তির
দালানে।
তখন আর বেঁচে থাকার ইচ্ছা মরে গিয়ে
ভেঙে পরার ইচ্ছা জাগে।
তবুও বাচি তবুও বাচি।