কি দিব তোমারে প্রিয়া,
হাতে হাত রেখে পথ চলি পথে,
জুরিয়েছি তব হিয়া।
তোমারে দেখেছি চাওনি কিছুই,
একটি গোলাপ ছাড়া।
মিষ্টি গন্ধ প্রাণ ভরে নিতে,
হয়েছো পাগল পাড়া।
কত বসন্ত এলো ফাল্গুনে,
পলাশের মালা পেয়ে।
তোমি যে আমারে করেছো বরণ,
ছোট ছোট প্রেম দিয়ে।
তোমি কভু ভুলে আমারে ছেড়েছো,
জানিনা কখনো দেখিনা।
আমি যে খুঁজেছি তোমাতে সব,
প্রাপ্তি ও সততা।