এলো বসন্ত
ফরহাদ
এলো বসন্ত ফুল ফাগুনে,
কুকিল গাইছে ডালে।
আম্র বনেতে মৌ গুনগুন,
শালিক বসেছে চালে।
মাদার গাছে ফুল যে ফুটে,
রং ছড়ালে প্রাণে।
প্রাণের বাঁশি বাজিয়ে কে ঐ,
ফিরছে নারীর টানে।
কচি ধানের শীষে দোয়েল,
স্বপ্ন রঙিন সুখে।
বাংলা মায়ের সবুজ ভূমি,
ছড়ায় যে তার বুকে।
শীতের চাদর সরিয়ে বাতাস,
ফল্গুনী সাজ পরে,
কুসুমের কলি ফুটে বনে ঐ,
প্রাণের খুশিতে ঝরে।
এলো বসন্ত স্বপ্ন সাজায়ে,
ডালি ভরে ফুল ফলে।
জল পুকুরে শুকনোতে  ঐ
রোদ যে খেলা করে।
কত কবি তার রচিল কবিতা,
হৃদয়ে মিশালো রং,
কোকিল ডাকিলো কুহু সুরে ঐ,
অলিরা সাজিলো সং।
বসন্ত আজ বনে বনে তার,
রং দিয়ে যায় কতো।
এ রং দিয়ে ভুলি জরা সৃত্মি,
বেদনা করিব গত।