চারপাশে কত রকমের প্রতিযোগিতা,
আমি পড়ে থাকি আমার কাজে।
তেল, নুন, লাকড়ি এসবের।
কিভাবে একটু ব্যবহার কমিয়ে,
নিশ্চিন্তে থাকা যায় খানিকটা।
ছোট ছোট চাওয়া গুলোকে মেরে,
একটু সুখে থাকার চেষ্টা।
আত্মতৃপ্তিতে ভরে তুলি মন।
অশুভ চাওয়ার ভিরে কখনো,
এলিয়ে দিইনি চিন্তাশক্তিকে।
একটু তৃপ্তির ঘুমে আচ্ছন্ন হই,
যেখানে যতটা সম্ভব ছেড়ে দিই,
তাতে সংসারে বহু জ্বালা বাড়ে।
তাতেও এক ধরণের শান্তি,
না পাওয়ার শান্তিতে ভরে,
হৃদয় শূন্যতার দিকে পরে।
অনুভুতি প্রকাশের ভাষা গুলো,
লজ্জায় তারা তারি লুকুই।