ঘাটে ঘাটে ভিরে যাহাদের তরী,
তারা নাকি যাযাবর।

বসতের নাহি ভিটে মাটি টুকু,
     সেথা বাধিবে যে ঘর।

সারাটি জীবন কেটে যায় শুধু,
নৌকার পরে ভেসে।

         নদীর জোয়ারে ভাসায় দুঃখ,
            নিত্য সে হেসে হেসে।

        কত বেদনারা বারবার এসে,
           দিয়ে যায় কত কালি।

      এরা দেখি ব্যাথা পাষানের মত,
            নদীতেই করে খালি।

       নৌকাই   শুধু সম্বল  করে,
         কাটে দিবস আর যামি।

      পরনের তেনা আছে কিনা দেখি,
              হয়না তো জানাজানি।

    এদের খুকারা পড়েনা কখনো ,
            পাঠশালাতে গিয়ে।

   নৌকর মাজে বিয়ে হয় ওদের,
         সংসার পাতি নিয়ে।

ভরা যৌবনে কিশোর কিশোরী,
     প্রনয়ের খেলা করে।

স্বর্গের সুখ লবে  যেন তারা,
   এই  নৌকার  পরে।

এক ঘাটে এসে ভিরে নৌকা,
   আন ঘাটে যবে যায়।

বিরহের টানে, ঘাটটার লাগি
     বারবার ফিরে চায়।