একদিন সব হবে সব পাবো,
কত কি পেয়েছি এ নিয়ে তৃপ্ত আমি।
আমাকে খামাখা পেপিয়ে তোলে,
সমাজের রীতিনীতি যত চাল চলা।
গায়ে ছেড়া জামা একবেলা কম খাওয়া,
সবচেয়ে কমদামী বাজার করা।
সখের বশে শুধু ডাল ভাত খাওয়া।
তাতে তো কোন অশান্তি হয়না আমার,
বেজায় তৃপ্তিতে ঘুম হয় ভালো,
সব সমস্যা সমাজের উগরে দেওয়া,
আমাকে স্টেটস বজায় রাখতে হবে,
আমি শিক্ষিত আমাকে শুট টাই পড়তেই হবে,
সবকিছু আমি করতে পারবো না,
শিক্ষক তোমার একটা সম্মান আছে না,
ছেলে বলে বাবা তুমি!
ঘরনী বলে কি করনা
সেদিন মিটিং এ অমন করে সাদা মাটা পোশাক পড়ে কেন গেলা।
এসবের পাত্তাই নাই আমার কাছে।
আমি শুধু অবাক হই পাছে।
নিছক বস্তুর পেছনে ছুটু মনের শান্তি টুকু
নষ্ট করে একজন আরেক জনের ছেড়া জামা দেখে,
ছেড়া স্বপ্ন দেখে, ভাঙ্গা ঘর দেখে
ধনী গরিবের তকমা লাগিয়ে।
আমরা কতই অসুস্থ হয়েছি এসবের ফাদে
কবে আর জাগবে সমাজ,,,,,
ভালো থাকতে সুযোগের জন্য।