আজ হন্যে হয়েছে ক্ষুব্ধ জনতা,
ভাঙেছে নিজের ঘর।
ভুলে গেছে সব মানবতা সব,
ঘর যদি হয় পর।
অধিকার পেয়ে অধিকার রাখি,
এই কথা ভুলে গেলে।
বর্গীরা সব লোট করে নিবে,
এই খালি ঘর পেলে।
আজ নিচ্ছো লুটেরা ভাবনি কভু,
তুমার বুকেতে চুরি।
খোবলে খেয়েছো মজা করে সব,
নিজের পাঁজর জুড়ি।