মনটা খুলে হাসতে বলো,
হাসবো কেমন করে।
পথের পাশে ছোট্র শিশু,
থাকলে অনাহারে।
বাঁচতে বলো কেমন করে,
বাঁচবো ভিরুর মত।
কষ্ট দেখে পাশ কাটাবো,
চোখ বুঝে আর কত।
থাকতে বলো প্রাসাদ পরে,
কেমন করে থাকি।
ছেড়া কাথায় পথিক যখন,
কষ্টে কাটায় রাতি।
করতে বলো আনন্দ গান,
কেমন করে গাই।
কত দুঃকের অশ্রু গড়ায়,
সুখতো কোথাও নাই।
খাইতে বলো ফিরনি পায়েশ,
ঈদ আনন্দে কতো।
আর পারিনা বলতে ভাষায়,
দুঃখ তাদের যত।
তাদের কথা বলতে বলো,
যখন মনে প্রাণে।
আমার মনের বাগান খানি,
ভরে ফুলের ঘ্রাণে।
তাদের কথা রেখো মনে,
ওগো দেশের লোক।
অল্প পেয়েও সুখে যারা
ভরবে তাদের বুক।