দোষ দিবো আর কারে আমি,
দোষ করেছো নিজে।
দোষ খুঁজেছি তোমার কথায়,
নিন্দার জলে ভিজে।
অপরের দোষ খুঁজেছি শুধু,
নিজ দোষ ঢেকে দিয়ে।
গিবত করেছি কত কৌশলে,
কত কার ভেঙে বিয়ে।
ভাবিনি নিজের বিয়েও যে কও,
ভাঙবে দোষ বলে।
গিবতের দোষ আছে যে আমার,
এই কথা লোকে বলে।
আমার বাড়িতে ভাত নেই তবু,
বিখারিকে দিই গালি।
অপরের গা খালি দেখি চোখে,
নিজের পরনে তালি।
বিদ্যার জোর দেখাই কতনা,
মূর্খেরে গালি দিয়ে।
পরকে ছোট করে বড় হই,
কুটিলতা যত নিয়ে।
অপরের সুখে দুখী হই কত,
পর দুখে হই সুখী।
নিজের যাত্র ভঙ্গ করেই,
অপরের পথ রুখি।
দিবসে সাজি ভালো মানুষ আর,
রাতে কালি মাখি গায়ে।
সমাজে নামি ন্যায় অন্যায়ে,
খুব ধীরে মৃদু পায়ে।