মাঝে মাঝে মনে হয় যেন,
সব কবিতা সব ছন্দ বিদায় দিয়ে,
কষ্ট গুলো আঁকড়ে ধরে বাঁচি।
যুদ্ধ করি অধিকার ফিরে পেতে,
ভাতের অধিকার পাতের অধিকার,
বাবা মা র না পাওয়া গুলো ফিরে পাবার অধিকার।
না বলা না পাওয়ার অধিকার।
আজ কষ্টের মাঝে জনতা মরেছে,
হাহাকার খাবারের, মাথা গুজার আবাসের।
এই দিনে আর মন চাইছেনা,
একটি কবিতা লিখি।
কারণ আমার কবিতার চেয়ে,
প্রয়োজন খাবারের,
বান বাসী মানুষের।
তাই সকলের কাছে আহব্বান রাখি,
একটু পাশে দাঁড়াবার।