বাবার চিঠি
ফরহাদ
কত দিন হলো নাও নি তো খুজ,
ভুলে গেছো নাকি বাবা।
মা যে তোমারে খুঁজে খুঁজে আজ,
বিজিয়েছে মন কাবা।
দিবা নিশি হয় জানি না কত যে,
নাওয়া খাওয়া রয় বাকী।
জননী তোমারে ভুলতে পারেনি,
তুমি কি দিয়েছো ফাঁকি।
আদরের বোন কেঁদে বলে তব,
ভাই তো আমারে ভুলে।
আলতা মাখেনি সেদিনের মতো,
তুলে নিয়ে মোরে কোলে।
জানিনা বাবা কেমন আছো গো,
কেঁদে ফেলি যবে আমি।
তোমার মায়ে যে আরও বেশি কাঁদে,
গন্ডে গরায়ে পানি।
শুনেছি বাবা গো তোমি নাকি আছো,
মহা সুখে সম্মানে।
তব সুখ বাবা থাকো যদি সুখে,
শান্তিতে নির্জনে।
দেখেছিলে বাবা ভাঙা চালটাতে,
বাদলে পরিতো পানি।
ভেঙেগেছে বেড়া ছনের ছাউনি,
মিশেছে দেয়াল খানি।
আমি হতবাগা চোখে নেই আলো,
পায়ে নেই বল চলি।
হৃদয়ের কথা নিংরে বাবা রে,
আর কি আছে যে বলি।
মন চাহে যদি দেখে যেও বাবা,
দুখিনী দরদী মাকে।
বাবার দুঃখ নাই বা বুঝিলে,
ফেলে রাখো তাকে দূরে।
হৃদয়ের ব্যাথা কালি করে আজ,
চিঠিটা লিখেছি বাবা।
দেখে যেও এসে শান্তি পাবোগো,
ভরিবে মনের কাবা