কত ভোর হয় জেগে উঠি কত,
বার বার থাকি মরে।
মোয়াজ্জিনের আযানের ধ্বনি,
শুনি বিছানায় পরে।
ও মধুর ধ্বনি কি যে সুধা আছে,
হৃদয় ছিদ্র করা।
ধোয়ে যায় যত মনের কালিমা,
আলোকিত হয় ধরা।
পাখিদের ভোর হয় ধ্বনি শুনে,
ফুল ফুটে ফুল বনে।
পথের ধুলিরা চুপি চুপি বলে,
বাতাসের কানে কানে।
রঙিন সূর্য আলোকিত করে,
শুরু হয় শুভ দিন।
চিরকাল এই হৃদয় জুড়াবে,
ডেকে ডেকে মুয়াজ্জিন।
আল্লাহর পথে ফিরে এসো সবে,
আল্লাহর কথা শুনে।
শান্তিতে দিন পূর্ন হবে গো,
শান্তির বীজ বুনে।