োদের বাংলাদেশ
ফরহাদ
ঐ দেখা যায় ধানের শিশে,
দোয়েল পাখির খেলা।
চোখ খোলে যেই দৃষ্টি  ভুলায়,
প্রভাত রবির বেলা।
যায় রাখালি নাঙল  কাধে,
চষতে পাশের জমি।
ষরশে বুনার দিন যে এখন,
সময় হাতে কমই।
এই যে দেখো ঐ ছুটে যায়,
মানিক, রতন ঘাটে।
রসে টলোমল নদী জলে যে,
এমনি সাতার কাটে।
বৈচি গাছের তলে খোকার,
কলা পাতার ঢেরা।
সকাল সাজে দেয় পাহারা,
স্বপ্ন হাজার ঘেরা।
কোন আচলে স্বপ্ন বিছায়,
পঙ্খিরাজের ঘোরা।
মন মাতানো সৌরভেতে,
ছুইছে আকাশ চূড়া।
খেজুর রসে ভরছে হাড়ি,
গাছির মুখে হাঁসি।
সজনে ফুলে মাটির বুকে,
সাজায় শীতল পাটী।
রূপ কথার এক রাজ্য মোদের,
সোনার বাংলাদেশ।
এত দেখার পরেও  কিছুই,
হয়না দেখার শেষ।