সংসার আমার
ফরহাদ
সংসার আমার অার চলে না,
এই করি ঐ করি।
নিত্য উপুস থাকবো কতো,
এই বাঁচি এই মরি।
দুখের ঘরে প্রদীপ জ্বালি,
সুখের পরশ পেতে।
স্বপ্ন গুলো যায় ভেঙ্গে খুব,
নিতুই গভীর রাতে।
ধারা পরিবার রাগের বশেতে,
কতনা দেয় যে গালি,
কতনা আশারা যায় মরে সেথা,
লেগে সে কথার কালি।
অসার অলস বলেছে আরযে,
মুর্খ পাগল কত কি।
ব্যবহারে এই আপন লোকেরা,
কতনা দিয়েছে ছি!
তালির জামাতে লজ্জা ঘৃনাতে,
বছর করেছি পার।
এতো বেদনার জল শুধু আজ,
পরানে সহেনা আর।
সংসার আমার যায় না ভালো,
নিত্য কাজের পরও।
বউ জজের ঐ কত না কথা,
মাঝে মাঝে খায় মারও।
খোকারা কখনো কটু কথা বলে,
লাটি নাড়ু চেয়ে ফিরে।
না পেয়ে পিঠেতে কিল ঘুষিতে,
ব্যাথা করে দেয় আরও।
নুন আনিতে পান্তা ফুরায়,
নিত্য যাদের ঘরে।
সখের হাড়িতে জল থাকে কি,
পিপাসা লাগার পরে।
সংসারে সব চায় যে পেতে,
কেউ দিল না কিছু।
খেটে খাওয়া এ মানুষটাকে,
ভুলটি বুঝিলো শুধু।
ধার পরিবার সমাজের কাছে,
অবহেলা পেয়ে কবে।
সংসারে সব রেখে দিয়ে সুখ,
দুখ নিয়ে গেলো সবে।
সংসার এবার চলবে সুখেতে,
অভাগা বিহীন ঘরে।
চির শান্তির ঘুম ঘরে আজ,
আন্ধার ঐ কবরে।