চাকরি নামের হরিণ
ফরহাদ
চাকরি নামের সোনার হরিণ,
ধরতে গিয়ে আমি।
ফুরিয়ে ফেলেছি জীবন যবন,
পেয়েছি চোখের পানি।
মায়ের ভাই এর স্বপ্নেরা সব,
চোখের কোনে ভাসে।
দিয়ে যায় যত বেদনার জল,
ছলনা বুকেতে হাসে।
মনেতে কতনা স্বপ্ন মরেছে,
সৃত্মি ঝরা ভুল দেখে,
আধার জেনেছি তবু মিছে
কত স্বপ্ন যে গেছি একে।
প্রেমিকা আসেনি বসে না পাশে,
ঘৃনা দিয়ে গেছে দূরে।
তবু ছলনার চাকরিটা আমি,
খুঁজে গেছি দিন ভরে।
বয়সের ভারে চুল যে পেকেছে,
দাড়িতে কলপ মাখি।
তিরিশের পরও ভাটি বেলা আজ,
চাকরি স্বপ্ন আঁকি।
কবে যে গিয়েছে যৌবন চলে,
কবে এসেছিলো কেউ,
রাখিনি খবর চাকরির টানে,
ওঠেনি সাগরে ঢেউ।
ভাটা পরে আজ অবেলায় সব,
আধারে জীবন ঢাকি।
চাকরি নামের হরিণ ধরিতে,
সব কিছু হলো মাটি।