কোথাকার জল কোথা মিশে গেলো,
কোন তীরে পেয়ে কূল।
এমনই আধার কেটে গেলো নাকি,
হয় কিছু সৃত্মি ভুল।
হাড়ায়ে হাড়ায়ে মিশে গেছি কবে,
না পাওয়ার বালি চরে।
কতনা আশার ফুটা ফুটা ফুল,
ফুটিতেই গেলো ঝরে।
চেতনা বিহীন মনটা যে কবে,
ভুলে গেছে পাওয়া হাঁসি।
কেঁদে ফিরে গেলো কতনা তৃপ্তি,
প্রেরণা হয়েছে বাসি।
কেউ কি এসেছে মনের কিনারে,
সরোবর প্রেম নিয়ে।
রাখিনি খবর দেখিনী দু চোখে,
মনে মনে খুজ নিয়ে।
কার পানে চেয়ে পরে থাকি সদা,
বুঝিনি কিছুই মনে।
রাখিনি খবর ছলনার জলে
ভাসালো যে কতো জনে।
ছন্দ হারাএ আধার শশানে,
গানে গানে চলি ফিরে।
জীবন বেলার করুনার কথা,
রেখে যায় সৃত্মি ভরে।