ইস করে শীত যায় না বুঝা,
ওদের কাছে যাও।
মাথার উপর ছাউনি যে নাই,
নিরাশায় ভাঙ্গে তাও।
বক্ষে যে মা ঝুলাই শিশুটি,
উদোম রেখেছে মাথা।
আচলে ঢেকেছে বুকের যাদুরে,
ভুলে গিয়ে সব ব্যাথা।
থরথর কাপে শীর্ণ দেহটি,
মনেতে দুখের বন।
অসহায় আজই ভাগ্যের দোষে,
চলে গেছে প্রিয়জন।
মাঝে মাঝে শীতে কাতর নয়নে,
তাকিয়ে আকাশ পানে।
করুনার সুরে কি যেন বলে সে,
মাওলার কানে কানে।
মাঝে মাঝে কূলে নড়ে চরে ওঠে,
কুলেতে যে ছিলো ঘুমে।
কি যেন ভেবে সে মৃদুমৃদু হাসে,
শিশুটির মুখে চুমে।
বস্ত্র পরেছি ইস করে আর,
শীত কি বুঝিতে পারি।
শীত বুঝে ঐ খেজুর গাছেরা,
রস ঢেলে ভরে হাড়ি।
শুন্য তনুতে বুঝে দেখ তুমি,
কত শীতে ওরা বাঁচে।
ইস কথাটি ভুলে একবার,
দেখনা শীতকে যাচে।