কংস মামা
ফরহাদ
আমিই নাকি কংস মামা,
সব মামাদের ভিরে।
ভাগনে দেখি ঠান্ডা মাথায়
হিসাবে চুল চেরে।
নিইনি খবর সময় করে,
নামটি ও নাই মনে।
জিজ্ঞাসিলে বলতে না পায়,
খুশ আলাপের ক্ষনে।
নানান রকম উৎস্যবেতে,
কিংবা সুখের দিনে।
কংস মামা দেয়নি দাওয়াত,
ভাগনি টাকে চিনে।
কংস মামার মনের মাঝে,
নাইকি দয়া মোটে।
মন থেকে সব আদর যত্ন,
কে নিয়েছে লুটে।
কংস মামার মনের কথা,
কেউ জানে না কভু।
দুখের নদী চোখের কোনে
মুখে হাঁসি মাখা তবু।
কংস মামা এমন কেন,
বুঝবে ভাগনে সেদিন।
কংস মামার জীবন  কথা,
পড়বে সবাই যেদিন।
কংস মামা থাকবে সেদিন,
সবার হতে দূরে।
ভুলটি বুঝে ফেলবে চোখের,
একটু পানি ধীরে।