কাছের যে জন ছিলো যত ক্ষন,
ভেবেছি আপন তারে।
সে যে কবে ভুলে অন্য কোথাও,
চলে যায় ঘটা করে।
ছলনার জালে বেধে রেখে প্রেম,
দিয়ে গেছে অবহেলা।
বুঝিনি বিভোর স্বপ্ন ভেঙেছে,
মিছে খেলে রং খেলা।
রংধনু দিয়ে কত ছবি আঁকে,
ভুল বিনা কত আশা।
কেঁদে ফিরে গেছে মৃদু সুখ নিয়ে,
বিকে দিয়ে ভালোবাসা।
পরে আছে আজ ঝরে যাওয়া ফুল,
বেদনার নদী তীরে।
সৃত্মিরা কতনা দেখে চলে যায়
মহা কালের এই ভীরে।