বৈশাখে
ফরহাদ
ঐ শুনা যায় ঢাক বাজে কই বৈশাখে।
ঈশান কোনের ঝড় জানালো ঐ শাখে।
নতুন করে সাজায় সবই মন থেকে।
স্বপ্ন গুলো রং দিয়ে সব যায় একে।
জির্ন জরা যায় মেরে সব ঐ চরে।
নব শক্তি গর্জে বাতাসে হাক ছেরে।
ধানের শিশে দোল খেয়ে যায় ঐ মাঠে,
কৃষান বধুর জল শুকিয়ে যায় প্রাণে।
রং মাখানো রঙিন ঘুড়ি কে উড়ায়।
ভোরের বাশি কে ভাজায়ে ঘুম ভাঙায়।
পল্লী বালার রং লাগে আজ মন কোনে।
মাটির হাড়ি কিনে সবাই কোন খানে।
নাগর দোলায় চরবে খোকার রং চোখে।
বশেখ মাসের ১ তারিখে দিন দেখে।
খুকির সখের শাড়ি জুতুই বৈশাখী,
জানায় গেলে সুরের মেলায় ফুল পাখি।
এলিয়ে খোপা কদম তরুর মগ ডালে।
কদম ফুলের পরাগ মাখে কে গালে।
বৈশাখী যে নতুন সাজে সাজ নিলো,
প্রাণে প্রাণে এমনই কিসে রং দিলো।