ফিরে দেখা ভালোবাসা
ফরহাদ
ভালোবাসা দেখো অভিনয় করে,
কত ছলে কৌশলে।
জীবনের পাতা মিছে হয়ে যায়,
সোনালী সন্ধ্যা পরে।
প্রেমিকা ভেসেছে কত ভালো তোরে,
ভেবেছো জীবনে জয়।
ছেড়ে চলে গেছে ফাকি দিয়ে যবে,
তখনই পেয়েছো ভয়।
নব যৌবনে প্রিয় বলে ছিলো,
কখনো যাবে না ছেড়ে।
ভাটিবেলা দেখি কাছে নাই সে তো,
চলে গেছে বহু দূরে।
ছেড়ে গেছে আজ যত জন ছিলো,
সুখে দিতো কতো আশা।
আজ তাদের এই কাঙালের প্রতি,
নাই কেনো ভালোবাসা।
ছোট বাছাধন বাবা বলে কতো,
বুকে ধরে ছিলো মোরে,
বুঝিনি ও তো টাকা নিতে এসে,
ভালবাসা দিতো ফিরে।
আজ বড় হয়ে ভাঙা সংসারে,
নেয়নি তো খুজ কভু।
জীবনের দেওয়া ভালো বাসা টুকু,
ফিরে দেখি আজ তবু।
আধারে আলোতে লজ্বা ঘৃনাতে,
ছিরে ফেলি সৃত্মি কতো,
যাবার বেলাতে সংসারে মোর,
কালি লেপি অবিরত।