ভালবাসা নামে কতো যে মধু,
জানে ফরহাদ শিরি।
লাইলিকে পেতে মজনু পাগল,
কেটেছিলো দূর গিরি।
তাজমহলের প্রতি ইটে লিখা,
শাজাহান মমতাজ।
কি জানি ভাবে পেয়েছে কিনা,
সেই ভালোবাসা আজ।
কবি নজরুল করে শত ভুল,
বাঁশরির শত টানে।
ভালোবাসা কে কতো রূপ রসে,
টেনেদিছে গানে গানে।
শীত শেষ হয় এলো বসন্ত,
সোনালী পরশ পেয়ে।
বিজন বনের সেই পাখিটিও,
বসে আছে পথ চেয়ে।
কলিমের ছেলে ছলিমের মেয়ে,
বসে অদূরের পথে,
কম দামি প্রেম করে নিবেদন,
চোখ ভরা ছলনাতে।
কভু ভালোবাসা করে থাকো যদি,
কিংবা করেছো প্রেম।
চন্ডিদাসের বরশি হাতেই
ধরে থাকো তবে ধ্যান।