অচেনা শরীরী ভাষী
মনো ভিভোর অজানা রথী
চেনা পথের অথিক সঙ্ককি,
নিজেকে ফেলে দি-ন্দদি ।
কাটেনি অনামিশার ঘোর
তবু চলেছি দিগন্থ ভর ,
পথও মধ্যও মধ্যও চেনা শোর
তাকিয়ে শঙ্কা পাচ্ছি ডর ।
আশার আলো আসছে ঐযে
কাটল এবার মনের জ্বর ,
দেখব চেয়ে পথটি এবার
মনে আশা জাগল আবার ।
-----মণ্ডল দাদা