আমি অশ্রুহীন চোখে নির্বাক
তাকালে বুঝি ঝড়ে জল--
মিথ্য, বানোয়াট আর কত কাল ?
সাথ্য থাকালে ধর সাথে তাল
অশ্রু দিয়ে ঢাকছ, ওরে অচল।
আমি কান্ত......
আমি অশ্রুহীন চোখে নির্বাক ।।
চলে এসো সব গড়ব তাজ
কত দিন চলবে আর এমন কাজ ?
সগ্রামের দিনে কথায় বাজ
কিছু দিন পরে নতুন কার সাজ ।
আমি কান্ত......
আমি অশ্রুহীন চোখে নির্বাক ।।
উঠেছে নড়ে খুঁটি, শক্ত করে ধর মাটি
জমেছে খেলা মানব মেলা মুখ কি গেছে ফাটি
রবে তবে, ক্ষনিক পড়ে শানত পথিক হাটি
এমনি করে হছে সব কথা কাটা কাঁটি ।