হালকা ঝাপসা, ছোট ছোট মেয
তিমির আধারে ঢাকছেত বেশ ।
দক্ষিন হাওয়ায়, রঙ্গিন পালে
কালের খেয়া যায় দুলিয়ে,
আঘাত হানবে কড়া দ্বারে
স্বপ্ন তবু যায় বুনিয়ে।
মিশবে হয়ত ধুলোর মাঝে
ফুটবে নতুন ফুল,
অবিরাম ধারায় গাইবে গান
থামবে না তার সুর।
এইভাবে আজ নতুন গদ্য
মহাকাল লেখে দিব্য দিব্য
মরেছ ঔযে, মরবেইত
আসছে নতুন মহাকাব্য।