পাগল নাকি ! অমন করে মুখের দিকে
 তাকিয়ে থাকো ?
কি দেখো এতবার নীরবে ?
তুমি যেন তুমিতেই থাকোনা  -
কোথায় হারিয়ে যাও ,
আমি তোমার কাছে আছি
তবু এতো কল্পনা পাও !

হ্যাঁ আমি পাগল ---
একমুখ হাসি নিয়ে বলি
আমি তোমার কাছেই পাগল ,
আমি রাতের স্বপ্ন দেখি
তোমার চোখের তারায় -
আমি অবগাহন করি
অশ্রু সমুদ্রের লবণ স্রোতে ,
আমি সহস্রবার তিরবিঁধে
আবার ঘায়েল হতে
ছুটে আসি তোমার
ভ্রু-ধনুকের নাগালে  !
আমি কপোলের স্বেদবিন্দু মাঝে
পড়ি বিধাতার অদৃশ্য লেখনী -
আমি কালো চুলের ঢেউয়ে খুঁজি
বরষার মেঘের সারি ,
আমি মিল খুঁজে যাই
দিনের সূর্য্য আর রজনীর ইন্দুকে ,
আমি আবার বলি
তোমার চোখে খুঁজি আমার
মিলন বিরহের যতো স্বপ্ন !

আমার দেহ আমাতেই রেখে
আমি তোমার হৃদয়ে করি বাস ,
আমি নিজেকে ভুলে গিয়ে
আমি নিজেরে করি সর্বনাশ !

দিয়ে নিখাদ ভালবাসা
আমি তোমাতেই খুঁজি আশা ,
তুমি দূরে থাকো
তবুও তোমার নাম
জুড়ে থাকে প্রতি পলে নিশ্বাসে -

কি , মিলেছে উত্তর নাকি -
আরো কিছু তুমি চেয়েছিলে ,
যদি এর বেশি কিছু হয়
জেনো আর আমার সাধ্য নাই !

আমার মিলেছে ঠাঁই
তোমার ওই দেশে
ভালবাসি বড়ো ভালবাসি ,
আমি পেয়ে তোমায় ধন্য -
এতো কিছু আমি চাইনি কখনো
এ প্রেম চাওয়ার বেশি ,
বলো বলো এই নাও ধরো হাত -
টেনে নাও কাছে
অনুরোধ ছেড়ে যেওনা কখনো !

26/02/16