আমি তরুণ মোর বক্ষে জ্বলিছে
দাবানল সম বহ্নি ,
দুর্জয় রণ কর্ণে ধ্বনিছে -
বজ্রানল সম তন্বী ।
আমার হৃদয়ে পাষাণ ভাঙ্গার শব্দ ,
বাজে যুদ্ধ জয়ের দামামা -
উৎপীড়িতের ক্রন্দন
এ পৃথিবীতে নেই স্তব্ধ ;
শতবার প্রাণ যায় তবু থামেনা l
সয়েছি শত পীড়ন দহন জ্বালা --
আঘাত পেয়েছি , রক্ত ঝরেছে
তবুও থামেনি থামার পালা l
কাঁটায় সাজানো পথে
হইনি কো গতিহারা --
ভিজেছে মাটি ,ঝরেছে রুধির ধারা ;
বয়ে গেছে বহুকাল
তবু বন্ধনের নির্মমতা -
বয়ে নিয়ে আসে
সহস্র বাধা বন্ধকতা !
আমার মুক্তি নেই
চারিদিকে কারাগার -
তাই বন্দিশালার তোরণে আঁকি
পদচিহ্ন বারে বার l
জেগে ওঠে যবে প্রাণ
ভেঙে ফেলি কারাদ্বার -
রণভূমে নেবো প্রাণ
শয়তান হুঁশিয়ার !
ভীত নই দেখে রক্তচক্ষুর
উদ্যত শাসন ----
দমনিব আমি বর্ষিয়া
প্রবল অগ্নুদগীরন l
লক্ষ তরুণ প্রাণ ,এঁকেছে রুধির চিহ্ন
দিয়েছে বলিদান -
ক্ষতবিক্ষত হাতে মুক্ত করেছে
পরাধীনতার বন্ধন ,
এসো তরুণ ,আজ হাতে হাত রেখে
এই মাতৃ ভূমিকায় ---
সবে মিলে গড়ে তুলি
নব প্রভাতের তরুণোদয় ll